Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প, বিবিএস এর আওতায় সংগৃহীত রবি সিমের অপব্যবহার রোধ ও প্রতিকার সংক্রান্ত।
বিস্তারিত

প্রিয় সহকর্মীবৃন্দ,

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় সংগৃহীত ৩,৯৫,০০০ ট্যাব ও ৩,৯৬,৩০০ রবি সিমের মধ‌্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ রবি সিমসহ ১,৯৭,৫৪৮টি ট্যাব সারাদেশের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। ট‌্যাব বিতরণ গাইডলাইন অনুযায়ী বিতরণকৃত সিমসমূহ সংশ্লিষ্ট শিক্ষার্থী বা তার অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করার বিধান রয়েছে বিধায় রেজিস্টার্ড সিমগুলোর অপব‌্যবহার রোধকল্পে ১৫/০৯/২০২৩ তারিখের পর সকল অনিবন্ধিত রবি সিম বন্ধ (Block) করে দেয়ার জন‌্য রবি আজিয়াটা লিমিটেডকে প্রকল্পের পক্ষ থেকে পত্র প্রদান করা হয়। এ পরিপ্রেক্ষিতে ৩৭,৬০০ (সাঁইত্রিশ হাজার ছয়শত) সিম নিবন্ধিত হয়েছে এবং অবশিষ্ট ৩,৫৮,৭০০ (তিন লক্ষ আটান্ন হাজার সাতশত) অনিবন্ধিত সিম রবি আজিয়াটা লিমিটেড কর্তৃক বন্ধ (Block) করে দেয়া হয়। কিন্তু অনিবন্ধিত রবি সিম বন্ধ (Block) করে দেয়ার পূর্বেই সিমসহ কিছু ট‌্যাব হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। বর্তমানে উক্ত হারিয়ে/চুরি হওয়া ট‌্যাব ও সিম ব‌্যবহার করে জনগণের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে মর্মে পুলিশ থানা থেকে প্রকল্প দপ্তরকে অবহিত করা হয়েছে। এছাড়া, হোয়াটসঅ‌্যাপ, ইমো, ভাইবার অ‌্যাপ ব‌্যবহার করে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া সিমের মাধ‌্যমে নানাবিধ অপরাধসহ অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে বলেও পুলিশের সাইবার ক্রাইম ডিভিশন থেকে অত্র দপ্তরকে জানানো হয়েছে।

 

‘জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প’ এর মাধ্যমে ক্রয়কৃত ৩৯৬,৩০০ (তিন লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশত) রবি সিমের কন্টাক্ট পার্সন হিসেবে জনাব প্রলয় কুমার গোস্বামী, প্রোগ্রামার, বিবিএস এর জাতীয় পরিচয়পত্র নং ১৯৮৮৭৬১১৯১৫০০০০১২ এর নামে নিবন্ধিত রয়েছে বিধায় সংগত কারণে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তার সাথে যোগাযোগ করছেন। উক্ত সিমসমূহ ব‌্যবহার করে যে সমস্ত আইন-বিরোধী কার্যকলাপ পরিচালিত হচ্ছে বা হতে পারে, তার কোনোটির সাথেই বাংলাদেশ পরিসংখ‌্যান ব‌্যুরো বা জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প কিংবা জনাব প্রলয় কুমার গোস্বামী, প্রোগ্রামার, বিবিএস জড়িত নন। এ বিষয়ে আইনগত প্রতিকার বা ব‌্যবস্থা গ্রহণের জন‌্য ইতোমধ্যে শেরে বাংলা থানায় ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) (জিডি নং-১৭৮২, জিডি ট্র্যাকিং নং- ZLXWPG) করা হয়েছে।

ডাউনলোড
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
09/11/2023
আর্কাইভ তারিখ
31/03/2024